ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত হল দীঘা। দিঘা তে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ার মতো; যা ভূমিক্ষয়রোধেও সমান ভাবে সাহায্য করে।
পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবলম্বন স্থান হল দিঘা এটি কলকাতার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পর্যটন কেন্দ্র । দিঘা কলকাতা থেকে প্রায় 187 কিলোমিটার দূরে মেদিনীপুর জেলায় অবস্থিথ , এটি ছুটি কাটানোর জন্য সেরা সমুদ্র সৈকত । মৃদু ঢেউ ও অগভীর বালির সৈকত সবকিছু নিয়ে এক অসমান্য বেপার।
সমুদ্র সৈকতের শুরু থেকে প্রায় এক মাইল দূরে সমুদ্র শুরু হয় এখানে। এখানকার মনোরম সৌন্দর্য মুগ্ধকর এবং লোভনীয়। সমুদ্র সৈকতটি এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে যেটি উপকূল বরাবর প্রচুর ক্যাসুরিনা গাছপালা দিয়ে ঘেরা। এখানকার গাছগুলি বালির সোন্দর্য বৃদ্ধির সাথে সাথে টিলাগুলির ক্ষয় কমাতে সাহায্য করে।
সমুদ্র সৈকত প্রেমীদের জন্য প্রিয় গন্তব্য স্থান হলো দিঘ। কারণ এটি ভারতের মধ্যে অবস্থিত সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে একটি। নতুন দিঘা সমুদ্র সৈকত টি দীঘার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে , সেখানে দোলানো পাম গাছ এবং অনেকটা প্রসারিত বালুকাময় সৈকত দেখা যায় । তালসারি সৈকত এবং শঙ্করপুর সমুদ্র সৈকত হল দিঘার অন্যান্য বিখ্যাত সৈকত গুলির মধ্যে অন্যতম, সেখানে পর্যটকরা প্রচুর সংখ্যায় ভিড় করে বিশ্রাম নিতে এবং জীবন থেকে মুক্তি পেতে। চন্দেশ্বর মন্দির হল এখানকার আর একটি অতি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা আধ্যাত্মিক বিশ্বাস এবং দেবত্বের পবিত্র স্থান বলে মনে করা হয় ।
দিঘায় কোথায় ঘুরবেন (Digha Side Seen)-
দিঘা তে সাইড সীন করার জায়গা গুলি হলো অমরাবতী লেক, সর্প উদ্যান, রিসার্চ সেন্টার এবং টি মেরিন একুয়ারিয়াম ইত্যাদি আরো কিছুটা এগিয়ে এলে ওড়িশার লাগোয়া উদয়পুর সৈকত।
বেশ কয়েক বছর আগেও উদয়পুর সৈকত ছিল একেবারে নিরিবিলি কিন্তু এখন পর্যটক দের ভিড় অন্য মাত্রায় পৌঁছেছে।
মন করলে ঘুরে আসা যায় ওড়িশার চন্দনেশ্বর মন্দি। দিঘা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিথ এই মন্দির ।
7D Adventure Show দেখার জন্য অমরাবতী পার্কার শেষে উল্টো দিকের রাস্তার ঠিক উপরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এর নিচে আসতে হবে। সকাল ৯ টা থেকে ৩০ মিনিট ছাড়া ছাড়া এই শো হয়।
টিকিট এর দাম ১০০ টাকা ।
এই শো তে ডাইনোসর এর সাথে জঙ্গল সাফারি তে বেশ ভালোই লাগবে সকলে। তবে বেশি মজা পাবে ছোটরা।
খাওয়া দাওয়া-
ভোজন রসিক বাঙালির কাছে খাওয়া দাওয়া মনে মাছ ভাত আর সাথে অনেক তরি তরকারি।
কোনো চিন্তা নেই হোটেলে পাবেন আপনার পছন্দমতো সবকিছু, সমুদ্রের একেবারে ধরেই আছে মাছ ভাজার দোকান যেখানে পমফ্রেট ,চিংড়ি , ইলিশ থেকে শুরু করে আছে রকমারি মাছ ভাজার আয়োজন।
অবশ্যই দীঘাতে এলে মাছ ভাজা গুলো চেখে দেখেবেন , বলাবাহুল্য আজীবন এই মাছ ভাজার সাধ আপনার জিভে লেগেই থাকবে।
দীঘা ভ্রমণের সেরা সময়(Best Time for Digha Tour)-
অফ সিজন- গ্রীষ্মে (মার্চ-জুন) এই মরসুমে অনেক পর্যটকরা দীঘা বেড়াতে আসেন না তাই বাজেট ভ্রমণকারীদের জন্য এটি একটি ভাল সময়। আপনি এই সময়ে হোটেলে ভালো ডিসকাউন্ট পেতে পারেন।
0 Comments