Trip to Digha -দিঘা র সমুদ্র সৈকত ভ্রমণ

 ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত হল দীঘা।  দিঘা তে ঝাউ গাছের সৌন্দর্যায়ন চোখে পড়ার মতো; যা ভূমিক্ষয়রোধেও সমান ভাবে সাহায্য করে।

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র অবলম্বন স্থান হল দিঘা এটি  কলকাতার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পর্যটন কেন্দ্র । দিঘা  কলকাতা থেকে প্রায় 187 কিলোমিটার দূরে মেদিনীপুর জেলায় অবস্থিথ , এটি ছুটি কাটানোর  জন্য সেরা সমুদ্র সৈকত । মৃদু ঢেউ ও অগভীর বালির সৈকত সবকিছু নিয়ে এক অসমান্য বেপার। 

Trip to Digha -দিঘা র সমুদ্র সৈকত ভ্রমণ


সমুদ্র সৈকতের শুরু থেকে প্রায় এক মাইল দূরে সমুদ্র শুরু হয় এখানে। এখানকার মনোরম  সৌন্দর্য মুগ্ধকর এবং লোভনীয়। সমুদ্র সৈকতটি এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করে যেটি উপকূল বরাবর প্রচুর ক্যাসুরিনা গাছপালা দিয়ে ঘেরা। এখানকার  গাছগুলি বালির সোন্দর্য বৃদ্ধির সাথে সাথে টিলাগুলির ক্ষয় কমাতে সাহায্য করে।

সমুদ্র সৈকত প্রেমীদের জন্য প্রিয় গন্তব্য স্থান হলো দিঘ। কারণ এটি ভারতের মধ্যে অবস্থিত সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে একটি। নতুন দিঘা সমুদ্র সৈকত টি দীঘার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে , সেখানে  দোলানো পাম গাছ এবং অনেকটা  প্রসারিত বালুকাময় সৈকত দেখা যায় । তালসারি সৈকত এবং শঙ্করপুর সমুদ্র সৈকত হল দিঘার অন্যান্য বিখ্যাত সৈকত গুলির মধ্যে অন্যতম, সেখানে  পর্যটকরা প্রচুর সংখ্যায়  ভিড় করে বিশ্রাম নিতে এবং জীবন থেকে মুক্তি পেতে। চন্দেশ্বর মন্দির হল এখানকার আর একটি অতি জনপ্রিয় পর্যটন গন্তব্য যা আধ্যাত্মিক বিশ্বাস এবং দেবত্বের পবিত্র স্থান বলে মনে করা হয় ।

Trip to Digha -দিঘা র সমুদ্র সৈকত ভ্রমণ


দিঘায় কোথায় ঘুরবেন (Digha Side Seen)-

দিঘা তে সাইড সীন করার জায়গা গুলি হলো অমরাবতী লেক, সর্প উদ্যান, রিসার্চ সেন্টার এবং টি মেরিন একুয়ারিয়াম ইত্যাদি আরো কিছুটা এগিয়ে এলে ওড়িশার লাগোয়া উদয়পুর সৈকত।

বেশ কয়েক বছর আগেও উদয়পুর সৈকত ছিল একেবারে নিরিবিলি কিন্তু এখন পর্যটক দের ভিড় অন্য মাত্রায় পৌঁছেছে।

মন করলে ঘুরে আসা যায় ওড়িশার চন্দনেশ্বর মন্দি।  দিঘা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিথ এই মন্দির ।   

7D Adventure Show দেখার জন্য অমরাবতী পার্কার শেষে উল্টো দিকের রাস্তার ঠিক উপরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ  এর নিচে আসতে হবে।  সকাল ৯ টা থেকে ৩০ মিনিট ছাড়া ছাড়া এই শো হয়। 

টিকিট এর দাম ১০০ টাকা । 

এই  শো তে ডাইনোসর এর সাথে জঙ্গল সাফারি তে বেশ ভালোই লাগবে সকলে। তবে বেশি মজা পাবে ছোটরা।

খাওয়া দাওয়া-

ভোজন রসিক বাঙালির কাছে খাওয়া দাওয়া মনে মাছ ভাত আর সাথে অনেক তরি তরকারি।

কোনো চিন্তা নেই হোটেলে পাবেন আপনার পছন্দমতো সবকিছু, সমুদ্রের একেবারে ধরেই আছে মাছ ভাজার দোকান যেখানে পমফ্রেট ,চিংড়ি , ইলিশ থেকে শুরু করে আছে রকমারি মাছ ভাজার আয়োজন।

অবশ্যই দীঘাতে এলে মাছ ভাজা গুলো চেখে দেখেবেন , বলাবাহুল্য আজীবন এই মাছ ভাজার সাধ আপনার জিভে লেগেই থাকবে।

দীঘা ভ্রমণের সেরা সময়(Best Time for Digha Tour)-

দীঘা ভ্রমণের সঠিক সময় হল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। যেহেতু পিক সিজন তাই এই সময়ে একটু বেশি  ভিড় হয়ে থাকে।

অফ সিজন-  গ্রীষ্মে  (মার্চ-জুন) এই মরসুমে অনেক পর্যটকরা দীঘা বেড়াতে আসেন না  তাই বাজেট ভ্রমণকারীদের জন্য এটি একটি ভাল সময়। আপনি এই সময়ে হোটেলে ভালো  ডিসকাউন্ট পেতে পারেন।

Trip to Digha -দিঘা র সমুদ্র সৈকত ভ্রমণ

দিঘা। বাঙালির কাছে এক অতি জনপ্রিয় স্থান। দিঘা তে বেড়াতে যাওয়ার কথা শুনলে বাঙালির মনে আনন্দের শিমা থাকে না।  শীত-গ্রীষ্ম-বর্ষা, বাঙালি পর্যটকদের কাছে দিঘাই একমাত্র ছুটি কাটানোর ভরসা । হাতে দুই দিন থাকলেই ঘুরে আসা যায় দিঘা।দিঘার সমুদ্র সৈকত এ ঘুরতে মন প্রাণ জুড়িয়ে যায়।  আর যেটা না বললেই নয়, দিঘা ঘুরতে টাকার খরচ হয় খুবই অল্।  হাজার দুয়েক টাকার মতো  পকেটে থাকলেই ঘুরে আসা যেতে পারে দিঘা থেক। 


আর টাকার অংক সামান্য বাড়ালে তো আর কথাই হবে না।  দিঘার খুব কাছে উদয়পুর, শঙ্করপুর ইত্যাদি স্থান রয়েছে। সেসব স্থানও ঘুরে আসা যায় খুব অল্প খরচেই।
Trip to Digha -দিঘা র সমুদ্র সৈকত ভ্রমণ



হাতে দুই দিন আর পকেটে হাজার দুয়েক টাকা থাকলেই ঘুরে আসা যেতে পারে দিঘা থেকে। থাকা, খাওয়া, গাড়ি ভাড়া  নিয়ে চিন্তায় নেই, সব খরচ এর মধ্যেই হয়ে যাবে। তবে কেনাকাটার করতে হলে নিয়ে যেতে হবে আরো সামান্য কিছু টাকা।

বাস বা ট্রেন দিঘায় পা রাখলেই অনেক  লোককে পেয়ে যাবেন যাঁরা আপনাকে বিভিন্ন হোটেলের খোঁজ দেবেন ।নিজেদের বাজেট বলে দিলে সেইমতো হোটেলের খোঁজ দিয়ে দেবেন তাঁরা। এমনিতে দিঘায় সরকারি এবং বেসরকারি অনেক ছোটো-বড়ো হোটেল রয়েছে। যার ভাড়া শুরু হয় ৫০০ টাকা থেকে। আরও সস্তায় ভালো থাকার জায়গা চাইলে সোজা চলে যান দিঘা যুব আবাসনে সেখানকার ন্যূনতম ভাড়া হলো মাত্র ২০০ টাকা। সমুদ্র থেকে এই আবাসনের  দূরত্ব খুব বেশি হলে ১০ মিনিটের। 

you can also visit- TOP VISITING PLACES IN KOLKATA | WESTBENGAL | TOP TOURIST PLACE | FAMOUS PLACES

দিঘা সমুদ্র সৈকতে কি কিনবেন? (What to buy in Digha Beach?)-

কাজুবাদাম: দীঘা থেকে কাজুবাদাম নিয়ে আসা যেতে পারে তাছাড়া 
সী শেল গহনা এবং শোপিস ও নিয়ে আস্তে পারেন। 

দার্জিলিং এর দর্শনীয় জায়গা -

দার্জিলিং ম্যালে
ভিক্টোরিয়া ফলস 
কাঞ্চনজঙ্ঘা 
রক গার্ডেন 
আভা আর্ট গ্যালারি 
লাল কুঠির 
জাপানিজ টেম্পল
গোরখা স্টেডিয়াম 
টি গার্ডেন 
দার্জিলিং চিড়িয়াখানা 
মনাস্ট্রি 
রেলওয়ে স্টেশন ঘুম  



দীঘা র হোটেল (Hotels in Digha)-

কিছু ভালো হোটেল এর নাম আমরা দিলাম তাছাড়া আপনারা গুগল এ 'হোটেলস ইন দীঘা' সার্চ করেও অনেক হোটেল এর খোঁজ পাবেন। 
1. ICONIC HOTEL DIGHA
2. HOTEL DOLPHIN
3. CYGNETT INN SEA VIEW
4. HOTEL BEACH POINT
5. REGENTA INN DIGHA

তাছাড়া আপনারা OYO কিংবা MAKE MY TRIP এপপ্স থেকেও আগে থেকে হোটেল বুকিং করতে পারেন।




Post a Comment

0 Comments