যার না আছে কোনো সীমানা না কোনো পরিধি (চেঙ্গিজ) ২০২৩ সালের বাংলা ভাষার মারপিটধর্মী অপরাধমূলক রোমাঞ্চকর চলচ্চিত্র।এটি রাজেশ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় পরিচালিত এবং নীরজ পান্ডের সহযোগিতায় লেখিত হচ্ছে। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি ছবিতে অভিনয় করছেন।
Chengiz Bengali Movie Release Date-
21 April 2023
Chengiz Total Box Office Collection all Language Worldwide-
১৫ দিনের শেষে টোটাল আয় -
বাংলা - 3.31cr
হিন্দি - 1.34 cr
চেঙ্গিজ সিনেমা টি আনুমানিক ১০ কোটি বাজেট নিয়ে তৈরী হয়েছে তার মধ্যে প্রোডাক্শন বাজেট ৮ কোটি এবং এডভার্টাইসিং বাজেট ২ কোটি।
Chengiz Remake Movie Name-
এর নির্মাতারাও কোথাও বলেনি যে এটি একটি রিমেক ফিল্ম। মানে চেঙ্গিজ একটি মৌলিক চলচ্চিত্র এবং এর গল্প কারো কাছ থেকে নকল করা হয়নি। অবশ্যই, এর ট্রেলার থেকে মনে হচ্ছে এই ছবিটি কেজিএফ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, বাকিটা ছবিটি দেখার পরেই জানা যাবে।
About Chengiz Movie-
চেঙ্গিজ হল একটি নবাগত বাংলা পিরিয়ড অ্যাকশন থ্রিলার ফিল্ম যার মুক্তির তারিখ হলো 21 এপ্রিল 2023 এবং তিনি এই ছবিটি জিতের প্রধান ভূমিকায় অভিনয় করেছেন যার সাথে সুস্মিতা চ্যাটার্জি, রোহিত রায় এবং শতাফ ফিগার একটি সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন।
YOU CAN ALSO LIKE- The Story behind The Kerala Story Banned in West Bengal
চেঙ্গিজ চলচ্চিত্র টি লিখেছেন বিখ্যাত চলচ্চিত্র লেখক নীরজ পান্ডে এবং পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি। এবং এর প্রযোজক সম্পর্কে বলতে চাই,যে এই সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি এবং অমিত জুমরানি। এবং এর হিন্দি ডাব করা সংস্করণের বিতরণ স্বত্ব AA ফিল্মস দ্বারা নেওয়া হয়েছে যারা বাহুবলী সিনেমাটি বিতরণ করেছিলেন।
Chengiz Movie Star Cast-
চেঙ্গিজ মুভির কাস্ট সম্পর্কে কথা বলতে গিয়ে আপনাদের বলতে চাই যে আমরা এই মুভির কাস্ট সম্পর্কে বেশি কিছু বলিনি, এখন শুধুমাত্র প্রধান কাস্ট প্রকাশ করা হয়েছে যাদের নাম আমরা নীচে দিয়েছি।
- জয়দেব সিং ওরফে চেঙ্গিজ চরিত্রে জিৎ
- এসিপি সমীর সিনহার ভূমিকায় রোহিত রায়
Movie Review-
দারুন সব ঝাঁ চকচকে দৃশ্য,দেখলে গা ছম ছম ভাব, অসাধারণ অ্যাকশনে ভরপুর, একটা মশালাদার বাংলা ছবি 'চেঙ্গিজ'। জয়দেব সিং-এর গ্যাংস্টার হয়ে ওঠা ও তাঁর বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের গল্প দর্শক দের শোনালো জিৎ-এর 'চেঙ্গিজ'। ‘যে কিনা অচেনা, অজানা দূর্ভেদ্য-কে জয় করে, যার না আছে কোনও পরিধি, সেই হল এক কোথায় চেঙ্গিজ’। ছবিতে গ্যাংস্টার, ‘মাফিয়া ডন’ ‘চেঙ্গিজ’ হিসাবে তুলে ধরা হয়েছে আমাদের সকলের প্রিয় জিৎ-কে।
চেঙ্গিজ' গল্পের শুরু হয় ফুটবল খেলা কে কেন্দ্র করে সাথে ছিল ম্যাচ ফিক্সিং এর দারুন গল্প এবং তা নিয়ে জিৎ এর চেঙ্গিজ হয়ে ওঠার কাহিনী ।
সবই কি খারাপ তবে?
নাহ, সেটা বললে একদম এই ভুল বলা হবে। ছবির অ্যাকশন দৃশ্যে আগের থেকে আরো অনেক বেশি নজরকাড়া জিৎ। গোটা পর্দা জুড়ে তিনিই দর্শকদের মাতিয়ে রেখেছেন তার স্টাইল, অক্সেন,ডায়ালগ দিয়ে। নিজের ডায়ালগ ডেলিভারিতে আগাগোড়াই জিৎ সুপারহিরো। তাঁর অভিনয়ও বেশ ভালো। জিৎ এর নাচ তেমন ভালো না হলেও সিনেমার পর্দায় আগের মতোই দারুন । সুস্মিতা চট্টোপাধ্যায়ের যিনি এই ফ্লিম এর নায়িকা তার রোল যদিও খুবই অল্প , তবে পর্দায় জিতের পাশে তাকেও নজর কেড়েছে দর্শক দের।
এর আগে আন্ডারওয়ার্ল্ড এর গল্প এভাবে বাংলা তে ছবি বানানো হয় নি বললে চলে। রিসেন্ট সাউথ কিছু মুভি অবসসই আমাদের নজর করেছিল যেমন পুস্পা কযফ,তবে বলাই বাহুল্য এসব সাউথ ফাকিং আর বাজেট অনেক বেশি সেইদিক থেকে তুলনা করলে জিৎ ১০০ তে ১০০ পাবেন। এই গল্পের বাজেট ছিল মাত্র ১০ কোটি টাকা। সারাদেশে মোটামুটি ১১০০ হলে চেঙ্গিজ মুক্তি পেয়েছে এবং সালমান খান এর সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর সাথে করা টক্কর দিয়ে দারুন সারা পেয়েছে জিৎ এর চেঙ্গিজ।
0 Comments