Dhono Dhanno Auditorium - ধনধান্য অডিটোরিয়াম কলকাতা
মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরনায় কলকাতার আলিপুরে পয়লা বৈশাখের দুদিন আগে উদ্বোধন করা হয়েছে ধনধান্য অডিটোরিয়াম (Dhono Dhanno Auditorium)। নিত্য নতুন এই অডিটোরিয়াম টির উদ্ভোদক মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
এই অডিটোরিয়াম টির নির্মাণ কাজ শুরু হয়েছে 2018 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রায় 440 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অডিটোরিয়াম টির উদ্বোধন সত্যিই গর্বের সমগ্র দেশ বাসীর কাছে।
Alipore Dhono Dhanno Auditorium-
অত্যাধুনিক ভাবে নির্মিত এই অডিটোরিয়াম এ নানা সুযোগ সুবিধা রয়েছে -
প্রায় 6500 মেট্রিক টন ইস্পাত ও 600 জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে সংখ আকৃতির ছয় তলা এই অডিটোরিয়াম টি তৈরি হয়েছে। শঙ্খের মত দেখতে এই অডিটোরিয়াম টির দৈর্ঘ্য 510 ফুট এবং প্রস্থ 210 ফুট।এই অডিটোরিয়াম এর নিচের তলায় আছে পার্কিং লট যেখানে 250 টি গাড়ি দুটি বিভাগে একসাথে রাখা যাবে। মিলনায়তনটির ভিতরে রয়েছে লোহার কাঠামো, যার উপরে রয়েছে মূল্যবান জিঙ্কের প্রলেপ দেওয়া সিট যা আনা হয়েছে জাপান থেকে।
এছাড়াও অডিটরিয়ামটি সাজানোর জন্য আনা হয়েছে জাপান থেকে বিশেষ রকমের আলো ,যা ৩৩ হাজার রঙে অডিটরিয়ামটিকে সাজিয়ে তুলবে।
মিলনায়তনটিতে রয়েছে একটি মিটিং হল যেখানে রয়েছে ২ হাজারটি আসন এবং এছাড়াও ৫৪০ টি আসন সহ আরেকটি অডিটরিয়াম।
এই শঙ্খের ভিতরটা পুরোটা লোহার একটি স্ট্রাকচার এবং ওপরে বহুমূল্য জিঙ্কের চাদর। জাপান থেকে আনা হয়েছে বিশেষ আলো। এই জিঙ্ক এসেছে সুদূর জার্মানি থেকে। এই শঙ্খে ৩৩ হাজার রং ফুটে উঠবে। ২০১৮ সালে শুরু হয়েছিল এই অডিটোরিয়ামটি তৈরির কাজ। কিন্তু করোনাকালে কাজের গতি অনেকটাই থিতিয়ে পড়েছিল। প্রায় সাড়ে ৬০০ কর্মীর দিবারাত্রির প্রচেষ্টায় সম্পূর্ণ হয়েছে শঙ্খ-নির্মাণ।
২০২১-এ এবার ফের যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় এই অডিটোরিয়াম তৈরির কাজ।
এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন, 'যারা এই নির্মাণ করেন তাদের নির্মাণের পর নো-এন্ট্রি বোর্ড দেখিয়ে দেওয়া হয়। কিন্তু, আমি এই শ্রমিকদের নিজের সম্পদ মনে করি। মুখ্যসচিবকে বলব যারা ধনধান্য অডিটোরিয়াম টি তৈরি করেছেন তাদের ডেকে সম্বর্ধনা দেয়ার জন্য।
যে শ্রমিকরা এই অডিটোরিয়াম তৈরি করেছেন তাঁদের সবাই কে ডেকে সম্বর্ধনা দেয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একেবারে খোদ মুখ্যমন্ত্রীর ভাবনায় শঙ্খের আকারে গড়ে তোলা হয়েছে অডিটোরিয়ামটি। সে প্রসঙ্গে মমতা বলেন, 'শঙ্খের আকৃতিতে তৈরি করা হয়েছে কারণ শঙ্খ মঙ্গলের প্রতীক। শঙ্খের সঙ্গে সমুদ্রেরও যোগ আছে। অর্ডিনারি করে কী হবে?' অডিটোরিয়ামকে শঙ্খের আকার দিতে ব্যবহার করা হয়েছে ফ্রান্স থেকে আনা বিশেষ ধরনের জিঙ্ক ও জাপান থেকে আনা হয়েছে বিশেষ ধরণের আলো।
অডিটরিয়াম কিন্তূ এখানেই শেষ নয়, একসঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করার জন্য রয়েছে ৩০০ জন দর্শকের একটি ' স্ট্রিট থিয়েটার '। বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে বিভিন্ন বিভাগ। দর্শনার্থীরা পাবেন নানান সুবিধা।
এই চোখ ধাঁধানো শঙ্খের নকশাটি পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাবনা থেকে নির্মিত।
এই নির্মাণের দায়িত্ব ছিল পূর্ত দপ্তরের হাতে।
এই নির্মাণ দিনের আলোয় তুষার-শুভ্র শঙ্খ এবং রাতের আলোর ছটায় চোখ ধাঁধানো মোহময়ী রূপ ।
You can also visit- TOP VISITING PLACES IN KOLKATA
0 Comments