ডিএ আন্দোলন এবার দিল্লির দরবারে, সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক পরিকল্পনা -
ডিএ আন্দোলন এবার কলকাতা থেকে দিল্লির পথ। এবার যন্তরমন্তরে ধর্নায় সংগ্রামী যৌথ মঞ্চ।
সেনা আবেদন করে শহিদ মিনার চত্বর থেকে অবস্থান সরিয়ে নেয়ার জন্য। সেনাবাহিনী হাইকোর্ট এ আবেদন জানায় । শুক্রবার শুনানির আশ্বাস দেয়া হয়েছে। সরকারি কর্মীরা ধর্নায় বসেছিলেন শহিদ মিনারে সেনার জায়গায় বিচারপতি মান্থার অনুমতিতে। ধর্নার সময় বেঁধে দেয়া হয়েছিল কিন্তু তার পরেও চলছে তাদের অবস্থান।
ডিএ নিয়ে বড় আপডেট -
Bengal DA Crisis-
সুপ্রিম কোর্টে আজ DA-মামলার শুনানি হবে , আর অন্য দিকে কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর কেন্দ্র যন্তর মন্তরে চলছে DA-ধর্না। কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া DA-এ ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে
শূন্যপদে নিয়োগের দাবিতে একত্র হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এত কম সময়ে রাষ্ট্রপতি-সাক্ষাতের সময় পাওয়া একেবারেই সম্ভব নয়। তাই ই-মেল করে ডেপুটেশন দেওয়ার কাজ শুরু করা হবে । আন্দোলনকারীরা উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে ডেপুটেশন জমা দিতে পারে।
Current DA Rate in West Bengal-
শুক্রবার, পশ্চিমবঙ্গ সরকার 6 তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে 1 মার্চ থেকে কর্মচারী, পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের মূল বেতনের উপর 6% অতিরিক্ত মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার নোটিশ জারি করেছে।
Latest DA Allowance -
15 ফেব্রুয়ারি, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি বেঙ্গল অ্যাসেম্বলিতে 2023-24 বাজেট পেশ করেছিলেন, বলেছিলেন যে সরকার শিক্ষক সহ তার বর্তমান ও অবসরপ্রাপ্ত রাজ্যের সরকারি কর্মচারীদের 3 শতাংশ অতিরিক্ত ডিএ দেবে। মার্চের আগে, রাজ্য মূল বেতনের 3 শতাংশ ডিএ হিসাবে দিয়ে আসছিলো । 6 তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 1 মার্চ থেকে সংশোধিত মহার্ঘ ভাতা কার্যকর হয়েছে।
Bengal DA Rate in 2023-
পুরো সময় জুড়ে, রাজ্য সরকারী কর্মচারীদের মূল বেতনের 6% মহার্ঘ ভাতা (DA) হিসাবে গণনা করতে হবে। 01/03/2023 তারিখে, DA গণনার জন্য সংশোধিত মূল বেতন এবং NPA বিবেচনা করা হবে।
অবৈতনিক মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়া ইস্যুতে অতিরিক্ত চাপ বজায় রাখতে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারীদের একটি দল 30 মার্চ গণ ছুটির পরিকল্পনা করেছে। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অবস্থান বিক্ষোভ করবেন। কেন্দ্রীয়ভাবে স্পনসর করা বেশ কয়েকটি প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের বকেয়া পরিশোধ না করার বিরুদ্ধ।\
নতুন আপডেট -
ধর্না কর্মসূচি ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের ৩১ মে রাজ্যের সব জেলাশাসকের দফতরে-
সংগ্রামী যৌথ মঞ্চর ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মে পশ্চিমবঙ্গের সব জেলাশাসকের দফতরে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি শুরু হতে চলেছে । দীর্ঘ দিন ধরে মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে শহিদ মিনারে ধর্না কর্মসূচি করে চলছেন তারা। সেই ধর্নার আঁচ এবার গিয়ে পড়েছে রাজধানী দিল্লিতে। এ বার সব জেলার জেলাশাসকদের দফতরে দফতরে তাঁরা ধর্না দেওয়ার কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এ বারের ধর্না কর্মসূচি হবে সদ্য প্রকাশিত সরকারি দু’টি নির্দেশিকার প্রতিবাদে।
Conclusion-
পশ্চিমবঙ্গে রাজ্য সরকারী কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) বকেয়ার জন্য আন্দোলন চলমান "ডিজিটাল অসহযোগিতা" আন্দোলন সহ বিভিন্ন রূপ নিয়েছে। কর্মীরা একদিনের ধর্মঘট এবং দুই দিনের পেন-ডাউন ধর্মঘটও পালন করেছেন। ভারতের সুপ্রিম কোর্টে তাদের আইনি লড়াই অব্যাহত থাকলেও, তারা কলকাতার রাস্তায় তাদের আন্দোলন নিয়ে যাওয়ার এবং এই বিষয়ে চাপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
0 Comments