কিরণ দত্ত(Kiran Dutta):
একজন বাংলা কন্টেন্ট ক্রিয়েটর যার উপস্থিতি ওয়েব দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়। কিরণ দত্ত অন্যতম প্রশংসিত ইউটিউবার হিসাবে পরিচিত। তাঁর রোস্টিং ভিডিওগুলি অত্যন্ত জনপ্রিয় এবং তাঁর 'কে কেমন সিনেমা' নামক এপিসোডগুলি খুব এই ভাইরাল হয়েছে। তিনি নিজের মতো ভাবে পুরাতন বাংলা সিনেমা সম্পর্কে রিভিউ করেন। এছাড়াও তিনি অন্যান্য বিষয়ে বিভিন্ন প্রকারের ভিডিও তৈরি করে দর্শকদের আকর্ষণ করেন।
কিরণ দত্ত একজন সামাজিক মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অনেক সময় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন। সে সময় তিনি নতুন নতুন ভিডিও দেখতেন এবং নিজের মতো মন্তব্য করতেন। আগের সময়ে তিনি তাঁর 'বং গাই' (Bong Guy) নামে রোস্টিং ভিডিওগুলির কারণে বিখ্যাত হন। সেই কারণে তাঁর নাম অনেক সময় সংবাদ শিরোনামে উঠে আসে। এবার তাঁর একটি মন্তব্য বিতর্কের কারণে চর্চায় উঠেছে। আসলে তিনি কী মন্তব্য করেছেন এবং কেন বিতর্ক হয়েছে, সেটা সম্পূর্ণ্ণভাবে জানতে চান আপনারা। এর জন্য নিচের প্রতিবেদন টি পড়ুন ।
বাংলার YOUTUBER কিরণ দত্ত YOUTUBE এ নাম কমানোর পর শুরু করতে চলেছেন তার ক্যারিয়ার এর নতুন ইনিংস।
Bong Guy জানিয়েছেন খুব তাড়াতাড়ি তাকে দেখা যেতে পারে বাংলা ওয়েব সিরিজ এ। এই কিছুদিন আগে কিছু বিজ্ঞাপনে আমরা দেখতে পেয়েছিলাম তাক। শুধু ওয়েব সিরিজ এই থেমে থাকবে না তাকে দেখা যেতে পারে সিনেমার পর্দাতেও। তবে সব কিছু কন্ফার্ম না হওয়া অব্দি তিনি খোলসা করে কিছু জানাতে চান নি। তিনি আরো জানিয়েছেন music নিয়েও তার অনেক ভাবনা আছে।
ইউটিউব থেকে আয় করেই ইতিমধ্যেই তিনি কিনেছেন নিজস্ব বাড়ি। নিজের গাড়ি কেনার প্ল্যান ইতিমধ্যেই তিনি করে ফেলেছেন আর তার জন্য টাকা জমানোর কাজ ও প্রায় শেষ। বং গাই কিরণের পাত্রী দেখা চলছে না কি আছে কোনো পছন্দের জীবনসঙ্গী ? প্রশ্ন শুনে কিরণের মুখে লাজুক হাসি। বললেন- 'বাবা-মা আমার উপরেই এটা ছেড়ে দিয়েছেন। তবে তার আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই বলেই জানান তিনি।
পরিবার -
শিক্ষা-
কিরণ দত্ত স্কুল লাইফ থেকেই পড়াশোনায় খুব ভাল ছিলেন।তিনি এবং তার পরিবারের সকল লোকজন ভেবেছিল যে ভবিষ্যতে আরও ভালো পড়াশুনা করে একটি ভালো চাকরির পাবেন তিনি।যেরকম টিপিক্যাল বাঙালি পরিবার হয় র কি। কিন্তু ভাগ্য তো আর সবার সমান যায় না। তিনি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এ নিজের এলাকায় ক্রমানুসারে প্রথম ও দ্বিতীয় হয়েছিলেন এবং সেই বছর জয়েন্ট এক্সাম এ ফল ভালো না হওয়ায় পরের বছর আবার চেষ্টা করেন এবং তাতেও আশানুরূপ ফল না করায় তিনি কলকাতার নেতাজি সুভাষ কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হন।(সোনা যায় তিনি ২৬৫৫০ তম স্থান অর্জন করেছিলেন)
ব্যক্তিগত জীবন-
ব্যক্তিগত জীবন নিয়ে প্রথম থেকেই তিনি গোপনীয়তা বজায় রেখেছেন বং গাই কিরণ। অনেকবারই সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কিরণ বলেন যে তিনি দেখেছে মানুষ এখন সুযোগ খুঁজে বেড়ায় কোথাও কোনো একটা খুঁত বার করানোর আর সেটা কে নিয়ে তিল থেকে তাল বানিয়ে ফেলেন । এই জন্য তিনি নিজের ব্যক্তিগত জীবন সবার সামনে এনে তাঁর একান্ত প্রিয় মানুষটাকে কোনও রকম গালাগালি খাওয়ার সুযোগ করে দিতে চান না। আর ঠিক সেই কারণেই একটু গোপন রাখা ,তবে তিনি ঠিক সময় মতো সবাই কে সব কিছু জানাবেন বলে জানিয়েছেন।
ইউটিউব ফেইসবুক জার্নি -
স্কুল লাইফ থেকেই তিনি ছিলেন ভালো স্টুডেন্ট তাই বাবা মা ভেবেছিলেন ছেলে বোরো হয়ে ভালো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে।
ইঞ্জিনিয়ারিং তো পড়তে এসেছিলেন কিন্তু তাতে তার বেশ একটা মন লাগেনি। বন্ধু দের সাথে মিলে কিছু ভিডিও বানাতে শুরু করেন আর এই করেই শুরু হয় তার youtuber লাইফ।
তিনি নিজেই বলেছেন প্রথম প্রথম তার মা ক্যামেরা তে ভিডিও শুট করে দিতেন আর তা এডিট করেই তার youtuber হয়ে ওঠ। বলা বাহুল্য তিনি ছিলেন বাংলা র প্রথম youtuber।
তাহলে কি নতুন ইনিংস শুরু হলে youtuber এর পাঠ শেষ ? তিনি জানিয়েছেন যাই হয়ে যাক না কেন বৃদ্ধ বয়েস অব্দি তার এই বং guy চ্যানেল এ ভিডিও আসতেই থাকবে।
You can also like- how to change two thousand rupee note before october
সম্প্রতি, একটি ফেসবুক পেজে 'পশ্চিমবঙ্গ' নামে একটি পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা আছে, 'কি হতে চেয়েছিলেন যেটা হতে পারলেন না'। এই পোস্টে বিভিন্ন মন্তব্য দেওয়া হয়েছে। ডিজিটাল ক্রিয়েটর কিরণ দত্তের মন্তব্য প্রধানত আকর্ষণ করেছে। তিনি লিখেছেন, 'প্লেবয়'। এই মন্তব্যর জবাবে বিভিন্ন মন্তব্য দেওয়া হয়েছে। কেউ লিখেছেন, 'বড়লোক হলে যা হয়'। অন্যেরা এই মন্তব্যটির উত্তরে হেসে ফেলেছেন।
0 Comments